বিশ্বে কোভিড-১৯ দেখা দেয়া/শুরু হওয়ার সময়ে যখন প্রচন্ড অস্থিরতার মধ্যে সবাই দিনাতিপাত করছিলাম তখনই মনে হয়েছিলো সহপাঠী এবং বন্ধুদেরকে এই সময়ে একই স্থানে আবদ্ধ করা যায় কিভাবে।একই স্থানে আবদ্ধ করতে গিয়ে ঘরবন্ধী হবার আগেই ভার্চুয়াল কানেকশন তৈরী করতে হবে।
ঠিক এই চিন্তা থেকেই বৃহৎ পরিসরে এস.এস.সি ১৯৮৮ এর সহপাঠীদের নিয়ে ২০২০ সনের ২৩ ফেব্রুয়ারী এই গ্রুপের আত্মপ্রকাশ। এ গ্রুপের আত্মপ্রকাশের পর পরই আত্মপ্রকাশ করে SSC-1988.BD, সারাবাংলা ৮৮।
যেহেতু আমরা প্রথম দিকে অতটা ফোকাসড ছিলাম না তাই নিজস্ব বোঝাপাড়ায় এই গ্রুপটিকে সাময়িক স্থগিত রেখে সারাবাংলা ৮৮ তে যোগ দিয়ে ঐ গ্রুপটাকে নিয়ে কাজ শুরু করি। কিন্তু বাস্তবতার নিরিখে যেহেতু বৃহৎ কলেবরে আমরাই বাংলাদেশের প্রথম এস.এস.সি ১৯৮৮ বন্ধুদের গ্রুপ সেজন্য কিছুটা সংযত হয়ে এস.এস.সি ৮৮ কে আবারো সকল সহপাঠী/বন্ধুদের সামনে হাজির করেছি যা আজীবন চলমান থাকবে।
আমাদের মূল উদ্দেশ্য সকল সহপাঠী/বন্ধুদের ভিতর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। সেই সাথে পিছিয়ে পড়া অস্বচ্ছল-অসুস্থ্য সহপাঠী/বন্ধুদের পাশে দাঁড়ানো এবং চ্যারিটি ও জনহিতকর কাজকে উৎসাহিত করা।
“সবাই মিলে ভালো থাকি, সবাইকে ভালো রাখি।”
এ বিশ্বাস নিয়ে এগিয়ে যাবো সবাই মিলে।
সবার কাছে এ প্রত্যাশা সবসময়।