2424242-2-9ccce3fc

২৪ ডিসেম্বর ২০২২ এস.এস.সি ৮৮ ফেইসবুক গ্রুপের ফ্যামিলি ডে

আগামী ২৪ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে এস.এস.সি ৮৮ ফেইসবুক গ্রুপের ১ম ফ্যামিলি ডে ২০২২। ফ্যামিলি ডে এর এ আয়োজনে ১০০টি বন্ধু পরিবার অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। এ লক্ষে বন্ধুপরিবারের রেজিষ্ট্রেশন চলছে। রেজিষ্ট্রেশন এর বিস্তারিত তথ্য জানতে গ্রুপ এর পোষ্ট ফলো করার জন্য বা গ্রুপ এর এডমিনদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

রেজিষ্ট্রেশন প্রক্রিয়া

বন্ধুরা চলছে (SSC 88 ।। এস.এস.সি ৮৮) গ্রুপ এর ফ্যামিলি ডে’র রেজিষ্ট্রেশন কার্যক্রম।

টার্গেট ১০০ পরিবার তাই দ্রুত রেজিষ্ট্রেশন করে নাও।

১০০ পরিবার নিশ্চিত হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে রেজিষ্ট্রেশন কার্যক্রম।

ইভেন্ট ডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার।

ভেন্যু: BIWTA ইকো পার্ক, শ্যামপুর, ঢাকা।।

রেজিষ্ট্রেশন ফি : বন্ধু ও তার স্বামী/স্ত্রী দুজন একত্রে : ১,০০০+১,০০০ = ২,০০০/= টাকা, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য প্রতিজন ৮০০ টাকা, ড্রাইভার ও বুয়া (যদি থাকে) ৫০০ টাকা।

** বিশেষ ক্ষেত্রে পরিবার ছাড়া বন্ধুদের একক এন্ট্রির জন্য প্রতিজন ১,৫০০ টাকা।

ফ্যামিলি ডে’তে থাকছে কমন গিফট সহ সুস্থ্যধারার পারিবারিক বিনোদনের নানান আয়োজন। র‌্যাফেল ড্র’তে থাকছে আকর্ষনীয় পুরুস্কার।

যেভাবে রেজিষ্ট্রেশন করতে হবে : পরিবারের সদস্য সংখ্যা হিসেবে রেজিঃ ফি নিম্নোক্ত যে কোন বিকাশ/নগদ/রকেট/ট্যাপে পরিশোধ করে পোষ্টে উল্লেখিত লিংকের মাধ্যমে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য যে- বিশেষ প্রয়োজনে বা এককালীন ফি পরিশোধে অপারগ বন্ধুরা সমান তিন কিস্তিতে ১০ ডিসেম্বর ২০২২ এর মধ্যে রেজিঃ ফি পরিশোধ করতে পারবে।

রেজিষ্ট্রেশন ফি পরিশোধের নাম্বার সমূহ-

০১) ০১৭১১৬৮৪০৩৮ বিকাশ/নগদ/ট্যাপ (একেএম আলতাফ হোসেন)

০২) ০১৯১১৮০৪৫৮১ বিকাশ/নগদ/রকেট+৪ যোগ হবে (কাজী মনির)

০৩) ০১৭১১৫৯৪৯০৪ বিকাশ (ফাতেমা বেগম)

০৪) ০১৮৩৪৬৬৬৬৬৮ বিকাশ/নগদ/রকেট+১ যোগ হবে/ইউপে (রাসেল কামাল চৌধুরী)

০৫) ০১৭১১৯৩২৯৭৭ বিকাশ/নগদ (সহিদুর রহমান সহিদ)

রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/iFiRoxfzhBpXsSXu5