২৪ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত হলো ৮৮ বন্ধুদের পারিবারিক মিলনমেলা এস.এস.মি ৮৮ ফ্যামিলি ডে ২০২২। বি.আই.ডব্লিউ.টি.এ ইকো পার্ক শ্যামপুর ঢাকায় অনুষ্ঠিত হলো এ পারিবারিক মিলনমেলার। ফেইসবুক গ্রুপ এস.এস.সি ৮৮ এর সকল বন্ধুরা মিলিত হয়েছিল এ মিলনমেলায়। খেলাধুলা, গান, আড্ডা এবং র্যাফেল ড্র সব মিলিয়ে চমৎকারভাবে উপভোগ করেছে এ দিনটি সকল বন্ধুরা।
