inbound3965348934585834197-ccb4b9ed

হাফিজুর রহমান লাভলু

লাভলু

Share on :

পরিচিতিঃ
হাফিজুর রহমান লাভলু, পিতা-মরহুম আজাহার আলী,১৯৬৯সালের ২৩আগস্ট শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া পুর্ব পাড়া গ্রামে জন্মগ্রহণ করেছি। পেশায় একজন সনামধন্য হোমিও চিকিৎসক, পাশাপাশি সাংবাদিকতা পেশায় ১৯৯১ সাল থেকে সম্পৃক্ত থেকে সাপ্তাহিক জামাল পুর,জামাল পুর বার্তা,দৈনিক আল মোজাদ্দেদ,দৈনিক পল্লীর আলো,দৈনিক দেশ জগত,বাণিজ্য প্রতিদিন,দৈনিক স্বাধীন ভোর পত্রিকায় জেলা প্রতিনিধি,শেরপুর থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা শ্যামল বাংলা ২৪ডটকমে বিভাগীয় সম্পাদক(স্বাস্থ্য),এছাড়াও ত প্রতিভা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিস্ঠাতা সদস্য,কবি সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ: সাধারণ সম্পাদক,সাহিত্যলোকের সাধারণ সম্পাদক, এছাড়াও জেলার বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক,ধর্মীয় ও সেবামূলক কার্যক্রমে জড়িত থেকে সেবা দিয়ে যাচ্ছি। নব্বই দশক থেকে বিভিন্ন পত্রিকা ও সাহিত্য বিষয়ক মেগাজিনে লেখালেখি করলেও ২০২১সালে প্রকাশিত ‘সাঁঝ বেলায় এসো ‘ আমার পথম একক কাব্যগ্রন্থ।

সহধর্মিণী ডাঃ শায়লা তরফদার লাকী, দুই কন্যা নিগার সুলতানা লুপা, লামিয়া রহমান লিমু ও নয়নমনি নাতনি আদিবা আরেফিন সামহাকে নিয়েই সুখময় সাংসারিক জীবন।জীবনের বাকি সময়টা সাহিত্য ও চিকিৎসা সাধনায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

  • শেরপুর
  • জি কে পাইলট উচ্চ বিদ্যালয় শেরপুর
  • হোমিওপ্যাথিক চিকিৎসক ও সাংবাদিক
  • ০১৭৩৫৩৬৪৫০১,০১৯১১৬৯৭৯৭৭
  • presshafizurrahman@gmail.com
  • ২৩ আগস্ট ১৯৬৯ইং
  • A(+)ve
  • শায়লা তরফদার লাকী (হোমিওপ্যাথিক চিকিৎসক)
  • ১.নিগার সুলতানা লুপা
    ২.লামিয়া রহমান লিমু