inbound4322353390688842560-d1b88f63

মো: হাসান আলী রেজা

দোজা

Share on :

১৯৮৮ সনে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মনবাড়িয়া থেকে মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগে এস,এস,সি উত্তীর্ণ হই।ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্র বিজ্ঞান বিভাগ থেকে এম,এস,এস করি। ১৯৯৭ সালেই এনজিও তে কর্মজীবন শুরু করি। রাজনীতি,ব্যবসা,প্রজেক্ট ইম্পলিমেন্টেশন, রিসার্চ ফার্ম স্টাবলিশমেন্ট, সাংবাদিকতা থেকে পুরোনো প্রফেসন এ ব্যাংক-এনজিও পার্টনারশীপ প্রোগ্রামে কাজ করছি। শিক্ষাজীবনে  জীবনে প্রেম পীড়িতি তে মগ্ন ছিলাম। হুট করেই খালাতো বোন জান্নাতুল ফিরদাউস মুক্তা কে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছি।আদীবা ও জাহিয়ান নামে দুই কন্যার পিতা। বাবা কে হারাই ২১ মে  ১৯৮৭ আর মা ১৩ মার্চ ২০০৭। আমাদের ৪ ভাই ৩ বোন এখনও ধরিত্রীতে বিচরন করছি। ছোট ভাই বাবু প্যারালাইজড। নামাজ পড়া সহ ধর্মীয় অনুশাসন মেনে চলি। বাস্তবিক জীবনে ব্যার্থ একজন মানুষ। বন্ধু মহলে গ্রহন যোগ্যতা একেবারে খারাপ নয়।  ইচ্ছে ছিল পিছিয়ে পড়াদের জন্য কিছু করার। সেই আশায় বেঁচে আছি……

 

 

  • ব্রাহ্মনবাড়িয়া
  • অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মনবাড়িয়া
  • উন্নয়ন কর্মী
  • ০১৭১১৪৬১৪৭৫
  • duzadu@gmail.com
  • ১৪.১১.৭২
  • বি পজিটিভ
  • গৃহিনী
  • বড় কন্যা : নাজিফা হাসান আদীবা,
    ইংরেজিতে অনার্স পড়ছে বাংলাদেশ ইউনিভার্সিটিতে।
    ছোট কন্যা: নার্সারী, এনসাইক্লোপেডিয়া ইন্টারন্যাশনাল স্কুল।